তাঁর বয়সটাই এমন যে, কোনো টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামলেই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন। আজ ইউরোতে প্রথমবার খেলতে নেমেও লামিনে ইয়ামাল গড়লেন আরেক কীর্তি। ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় তিনিই এখন সর্বকনিষ্ঠ খেলোয়াড়।
শুধু কি তাই? গোলে সহায়তা করার দিক থেকেও ইয়ামাল এখন ইউরোর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার। তাঁর কাছ থেকে বল পেয়ে ক্রোয়েশিয়ার জাল কাঁপিয়ে দানি কারভাহাল আবার বনে গেছেন এই প্রতিযোগিতায় স্পেনের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা। রিয়াল মাদ্রিদের কারভাহাল আর বার্সেলোনার ইয়ামালের ‘যৌথ প্রযোজনায়’ কীর্তিগাথা গোলটির আগে ফাবিয়ান রুইজ ও অধিনায়ক আলভারো মোরাতা খুঁজে নিয়েছেন জালের ঠিকানা। সেটাই লুকা মদরিচ–মাতেও কোভাচিচদের দৈন্য দশার জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩–০ গোলে উড়িয়ে ইউরোয় শুভসূচনা করল তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। স্প্যানিশদের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচজুড়ে ইয়ামাল, কারভাহাল, পেদ্রি, রুইজরা এতটাই দাপুটে ফুটবল খেলেছেন যে, দ্বিতীয়ার্ধে গোল না পাওয়া আশ্চর্যের ব্যাপার মনে হতে পারে।
বিস্তারিত আসছে…