১৪ জুন শুরু পবিত্র হজ | চ্যানেল আই অনলাইন

১৪ জুন শুরু পবিত্র হজ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সৌদি আরব জানিয়েছে, বৃহস্পতিবার ৬ জুন সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৪ জুন পবিত্র হজ পালন করা হবে।  

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর এই ঘোষণা দিয়েছেন সৌদির সুপ্রিম কোর্ট। এর ফলে আগামী ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালন করা হবে।

এক বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে সৌদি আরবে। সেই হিসেবে আগমী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

সৌদির সরকারি তথ্য অনুযায়ী, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদিতে হজ করতে প্রায় ১২ লাখ মুসল্লি ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। গত বছর এই সংখ্যা ছিল ১৮ লাখের কিছু বেশি।

Scroll to Top