আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমার স্যারেরাও আমাকে অফার দিয়েছিল। আমি রাজি হয়নি বলে মেডিকেলে আমার শিক্ষাবর্ষ শেষ করতে দেরী হয়েছে। পাঁচ বছরের কোর্স শেষ করেছি আট বছরে। আমার সঙ্গে গিভ অ্যান্ড টেক করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে। দুই লাখ পাঁচ লাখ দিয়ে তো আমার সাথে থাকা যাবে না।
এমন মন্তব্য করেছেন ভাইরাল নায়িকা মিষ্টি জান্নাত। আপনাকে কী অফার দেয়া হয়েছিল? – এমন এক প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেছেন, এমন প্রস্তাব তো অনেকেই দেয়। শুধু মিডিয়াই এটা হয় তা কিন্তু নয়। আমি যখন মেডিকেলে পড়তাম আমার স্যারেরাও আমাকে অফার দিয়েছিল। আমি এগ্রি করিনি বলে পাঁচ বছরের কোর্স শেষ করতে আট বছর লেগেছে। আমার একজন শিক্ষক প্রভা আপুর একটা ভিডিও দেখিয়েছিল। আমার এক ফ্রেন্ডও দেখেছে। আমরা রাজি হয়নি বলে শিক্ষাবর্ষ শেষ করতে সময় লেগেছে। মিষ্টি জান্নাত বলেন, আমি খুব স্পষ্ট কথা বলি বলে আমার সমস্যা। আরে ভাই ৫০০০ টাকার চাকরিতেও মেয়েদেরকে অফার দেওয়া হয়। আমাকে খুশি করলে তোমার চাকরি হবে। শুধু মিডিয়াকে দোষ দিয়ে লাভ নেই। সমাজের সব দিকে এমনটাই ঘটছে।
সম্পর্কিত
মিষ্টি জান্নাতের এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা- সমালোচনা শুরু হয়েছে।