ফ্রান্সে প্রিজন ভ্যানে বন্দুকধারীদের হামলায় ৩ পুলিশ নিহত | চ্যানেল আই অনলাইন

ফ্রান্সে প্রিজন ভ্যানে বন্দুকধারীদের হামলায় ৩ পুলিশ নিহত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ফ্রান্সের উত্তরে নরম্যান্ডির রুয়েনের কাছে একটি প্রিজন ভ্যানে বন্দুকধারীদের অতর্কিত হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দুই জন।

এনডিটিভি জানিয়েছে, আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে নর্মান্ডির রুয়েনের কাছে এ১৫৪ মোটরওয়ের একটি টোল বুথে ওই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভ্যানে থাকা বন্দি পালিয়ে গেছে। হামলায় তিন কর্মকর্তা নিহত ও দু’জন আহত হয়েছেন। যদিও অন্য একটি সুত্র জানিয়েছে, হামলায় দুই কারা কর্মকর্তা নিহত এবং তিনজন আহত হয়েছেন।

জানা গেছে, নরম্যান্ডির রুয়েন এবং ইভরেক্স শহরের মধ্যে দিয়ে ভ্যানে করে বন্দীকে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় দুটি গাড়িতে আসা বেশ কয়েকজন ব্যক্তি প্রিজন ভ্যানে হামলা করে পালিয়ে যায়। মোট কতজন হামলাকারী ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় তবে হামলাকারীদের একজন আহত হয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক্সে করা এক পোস্টে জানিয়েছেন, অপরাধীদের খুঁজে বের করার জন্য সবকিছু করা হচ্ছে। নিহত ও আহতদের পরিবার এবং তাদের সহকর্মীদের পাশে রয়েছে পুরো দেশ। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই অপরাধীদের খুঁজে বের করতে সব ধরনের উপায় গ্রহণ করা হবে। আমার নির্দেশে, কয়েক শতাধিক পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে।

Scroll to Top