এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় ২শ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি।
শনিবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানায়, গেলো কয়েকদিনের টানা বৃষ্টিতে বাঘলান প্রদেশের পাঁচটি জেলায় বন্যা দেখা দেয়। এতে এক হাজারের বেশি ঘরবাড়ি ও বিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক অঞ্চলে গুরুত্বপূর্ণ সড়কে পানি উঠে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ করে দেয়া হয়েছে কাবুল এবং উত্তর আফগানিস্তানের মহাসড়ক। এসব অঞ্চলে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।