নয়াদিল্লি, ০৩ মে – ভারতে চলছে লোকসভা নির্বাচন। এরইমধ্যে প্রথম দুই দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চলমান এই নির্বাচনী ডামাডোলের ভেতরে প্রতিশ্রুতি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর প্রদেশের দুই গুরুত্বপূর্ণ আসন- আমেঠি ও রায়বরেলিতে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস।
এবার আমেঠি ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী প্রার্থী হচ্ছেন রায়বরেলি থেকে। এটি তার মা সোনিয়া গান্ধীর আসন। ২০১৯ সালে এই আসন থেকেই জিতেছিলেন সোনিয়া। তবে ভোটে দাঁড়ারনি প্রিয়াঙ্কা গান্ধী।
শুক্রবার (৩ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
২০১৯ সালে আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল। এবার আমেঠি থেকে প্রার্থী করা হয়েছে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মাকে। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট আমেঠি এবং রায়বরেলিতে। শুক্রবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষ দিন। তাই প্রার্থী হিসাবে নাম ঘোষণার দিনই মনোনয়ন পেশ করতে হবে রাহুল এবং কিশোরীলালকে। এদিকে আমেঠি থেকে এবারও প্রার্থী হয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। তিনি ইতিমধ্যে মনোনয়নও জমা দিয়ে ফেলেছেন। আর রায়বরেলিতে বিজেপি প্রার্থী করেছে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংকে।
রায়বরেলিই উত্তরপ্রদেশের একমাত্র আসন যেখানে ২০১৯ সালের লোকসভা ভোটে জিতেছিল কংগ্রেস। সেখানে সনিয়া গান্ধি জয়ী হলেও এবার বয়স ও শারীরিক অসুস্থতার কারণেই লোকসভা ভোটে প্রার্থী হননি সনিয়া। তিনি এখন রাজ্যসভার সাংসদ।
এদিকে আমেঠি এবং রায়বরেলিতে কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর বিপুল ভোটে জিততে চলেছেন বলে দাবি করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেস পাঠক। তিনি বলেন, বিজেপি আমেঠি এবং রায়বরেলিতে বিপুল ভোটে জিততে চলেছেন, রাহুল গান্ধী প্রথমে আমেঠি ছেড়ে ওয়ানাডে গিয়েছিলেন এখন তিনি রায়বরেলিতে এসেছেন। রায়বরেলির মানুষ কখনোই তাকে মেনে নেবে না। বিজেপি রাজ্যের ৮০ আসনেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করতে চলেছে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ০৩ মে ২০২৪