কেনিয়ায় বাঁধ ভেঙে ভূমিধসে ৪২ জন নিহত | চ্যানেল আই অনলাইন

কেনিয়ায় বাঁধ ভেঙে ভূমিধসে ৪২ জন নিহত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরের একটি শহরে বাঁধ ভেঙে ভূমিধসে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।  পূর্ব আফ্রিকার এই দেশটি বর্তমানে প্রবল বৃষ্টি ও বন্যা মোকাবেলা করছে।

(২৯ এপ্রিল) সোমবার এই তথ্য নিশ্চিত করে কেনিয়ার নাকুরু কাউন্টির গভর্নর সুসান কিহিকা বলেন, কেনিয়ার প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৪২ জন প্রাণ হারিয়েছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, দুর্যোগে বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে আরোও অনেকেই কাদামাটির নিচে চাপা পড়ে আছেন। আমরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছি।

কেনিয়ার মাই মাহিউর রিফট ভ্যালি শহরের কাছে বাঁধটি ভেঙে অনেক ঘরবাড়ি ভেসে গেছে এবং বেশকিছু এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কর্মকর্তারা জানান, কেনিয়ায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণে গত মার্চ থেকে দেশটিতে অন্তত ৭৬ জন প্রাণ হারিয়েছেন।

Scroll to Top