রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে ইমরান খান ও বুশরা বিবিকে আদালতের নির্দেশ – DesheBideshe

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে ইমরান খান ও বুশরা বিবিকে আদালতের নির্দেশ – DesheBideshe

ইসলামবাদ, ২৬ এপিল – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে দেশের শক্তিশালী সেনাবাহিনী এবং বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন একটি আদলাত। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানবিরোধী তাদের উসকানিমূলক কথা-বার্তা ও বিবৃতি অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার জন্য দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হয়েছে। খবর দ্য ডনের।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদের জবাবদিহি আদালতের বিচারক রানা নাসির জাভেদ এই নির্দেশনা দিয়েছেন। আল-কাদির ট্রাস্ট মামলার সুষ্ঠু বিচার চেয়ে একটি পিটিশন নিষ্পত্তি করার সময় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও তার স্ত্রীকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার ওপর নিষেধাজ্ঞা দেন তিনি।

আদালতের আদেশ অনুসারে, ইমরান খান সেনাবাহিনী ও বিচার বিভাগসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক রাজনৈতিক বিবৃতি দেন, এসব বিবৃতি শুধু বিচার ব্যবস্থাকে ব্যাহত করে না বরং বিচারিক কার্যাবলি তথা ন্যায়বিচার প্রদানে বাধা দেওয়ার শামিল।

আদালতের মর্যাদা ক্ষুণ্ন করতে পারে, এমন বিবৃতি প্রদান থেকে বিরত থাকতে প্রসিকিউশন, অভিযুক্ত ও তাদের কৌঁসুলির প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের নিশানা করে রাজনৈতিক ও উসকানিমূলক বিবৃতি প্রকাশ করা থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিচারক রানা নাসির জাভেদ। এ ছাড়া এই বিষয়ে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পেমরা) নির্দেশিকা মেনে চলা আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ২৬ এপিল ২০২৪

Scroll to Top