চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ঝড় থামার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ সর্বোচ্চ স্তরের সতর্কতা অবলম্বন করছে। এদিকে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ইতিমধ্যেই চারজন নিহত হয়েছেন। এছাড়াও আরও ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় মিডিয়াগুলো একে শতাব্দীর ভয়াবহ বন্যা বলে আখ্যায়িত করেছে। জানা গেছে, সরিয়ে নেওয়া ১ লক্ষ ১০ হাজার জন ছাড়াও অন্তত ২৫ হাজার বাসিন্দা জরুরি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বন্যায় তলিয়ে যাওয়া বিশাল এলাকা থেকে উদ্ধারকারীরা নৌকায় করে লোকজনকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ফুটেজে প্লাবিত গ্রাম, কৃষিজমি এবং শহর, ধসে পড়া সেতু এবং যানবাহন ভেসে থাকতে দেখা গেছে।
প্রাদেশিক রাজধানী গুয়াংঝুতে কর্তৃপক্ষ চলতি মাসে এখন পর্যন্ত ৬০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে যা ১৯৫৯ সালের পর থেকে সর্বোচ্চ।