রোহিতকে সরিয়ে ৮ লাখ অনুসারী হারাল মুম্বাই

রোহিতকে সরিয়ে ৮ লাখ অনুসারী হারাল মুম্বাই

মুম্বাইয়ের স্বীকৃত টুইটার পেজে গিয়ে দেখা গেছে, তাদের বর্তমান অনুসারীর সংখ্যা ৮২ লাখ। গতকাল রোহিতকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করার আগে যা ছিল ৮৬ লাখ। ইনস্টাগ্রামে কাল দুপুরেও অনুসারী সংখ্যা ছিল ১ কোটি ৩২ লাখ। এখন কমে গিয়ে ১ কোটি ২৮ লাখ। ফেসবুকেও অনুসারীর সংখ্যা কমার কথা। তবে সংখ্যাটা নির্দিষ্ট করে জানা যায়নি।

মুম্বাই ইন্ডিয়ানস ইতিহাসের সফলতম অধিনায়ক ছিলেন রোহিত। দলটিকে ১১ মৌসুমে নেতৃত্ব দিয়ে পাঁচটি আইপিএল ও একটি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শিরোপা এনে দিয়েছেন তিনি। ২০১০ সালে বিলুপ্ত ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জারস ছেড়ে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দেন। তখন থেকে মুম্বাইয়ের সঙ্গেই আছেন।

দলটির নেতৃত্ব পান আরও তিন মৌসুম পর ২০১৩ সালে। ব্যর্থতার দায়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং সরে দাঁড়ালে তাঁর জায়গা নেন রোহিত। অধিনায়কত্বের অভিষেক মৌসুমেই মুম্বাইকে আইপিএলের প্রথম শিরোপা এনে দেন। একই বছর তাঁর নেতৃত্বে দলটি চ্যাম্পিয়নস লিগও জেতে।

Scroll to Top