স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান। তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরী জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমীকে হারিয়েছে।
স্মরণসভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরী আর্তমানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তাঁর কাজের মধ্য দিয়ে তিনি গণমানুষের মধ্যে উজ্জ্বলভাবে বেঁচে আছেন।