গাজায় বেসামরিক মানুষ হত্যায় যে যুদ্ধাপরাধ তার জন্য ইসরাইলকে জবাবদিহি করতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে প্রস্তাব পাশ হয়েছে। পাকিস্তানের তোলা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশসহ ২৮টি দেশ, বিপক্ষে ৬টি ও ভোটদানে বিরত ছিলো ১৩টি দেশ। যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এদিকে গাজায় দ্রুত যুদ্ধবিরতির উদ্যোগ এবং ত্রাণকর্মী ও ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের রক্ষায় স্পষ্ট পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র আর ইসরাইলকে সমর্থন করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।