আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েই চলছে | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েই চলছে | চ্যানেল আই অনলাইন

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি ২ হাজার ৩০০ ডলারের গণ্ডি অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সম্প্রতি সুদহার কমানোর ইঙ্গিত দেয়ায় মূল্যবান ধাতুটির দাম প্রায় প্রতিদিনই বাড়ছে।

Channeliadds-BkashUpdate.jpg

সম্প্রতি রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনের শুরুতে প্রতি আউন্সের দাম উঠে ২ হাজার ৩শ’৪ ডলার ৯ সেন্টে, যা এ-যাবৎকালের সর্বোচ্চ। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৩শ’১১ ডলার ২০ সেন্টে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সম্প্রতি সুদহার কমানোর ইঙ্গিত দেয়ায় মূল্যবান ধাতুটির দাম প্রায় প্রতিদিনই বাড়ছে। গত বছরের অক্টোবরের পর থেকে এ বছরের মার্চ পর্যন্ত ধাতুটির চাহিদা প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

মুদ্রাবাজার সংশ্লিষ্টরা বলছেন, জুনের মধ্যে ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে পারে। বুধবার ফেড চেয়ার জেরোমি পাওয়েল ও অন্য কর্মকর্তারা জানান, সুদহার কমানোর জন্য আরো তথ্য ও আলোচনার প্রয়োজন। গত বছরের অক্টোবরের পর থেকে এ বছরের মার্চ পর্যন্ত ধাতুটির চাহিদা প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

অন্যদিকে গতকাল আন্তর্জাতিক বাজারে রুপার দাম দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ২৭ ডলার ৪ সেন্টে নেমেছে। তবে প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে উঠেছে ৯৩৯ ডলার ৬০ সেন্টে। প্যালাডিয়ামের দাম দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৪ ডলার ৩৬ সেন্টে ঠেকেছে।




Scroll to Top