কাবুল, ১৬ ডিসেম্বর – আফগানিস্তানের তালেবান সরকার নির্যাতনের শিকার নারীদের কারাগারে পাঠাচ্ছে। তালেবানের দাবি, নিরাপত্তার জন্যই তাদের কারাগারে পাঠানো হচ্ছে। জাতিসংঘ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ জানায়, এই প্রথা নির্যাতিতা নারীদের মানসিক ও শারীরিক ক্ষতি করবে।
তবে তালেবান সরকার দরকার মনে না করায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশটিতে কোনো আশ্রয়কেন্দ্রও গড়ে ওঠেনি। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের আগে থেকেই দেশটিতে নারী ও কিশোরীদের প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতার হার অনেক বেশি ছিল।
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ১৬ ডিসেম্বর ২০২৩