প্রায় দু’বছর ধরে চলতে থাকা যুদ্ধ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ‘লক্ষ্যে সফল হলে’ তবেই যুদ্ধ থামাবে।
আনন্দবাজার জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি একথা বলেছেন।
প্রতি বছরই বার্ষিক সাংবাদিক সম্মেলন করেন রুশ প্রেসিডেন্ট। যুদ্ধের কারণে গত বছর বৈঠকটি বাতিল করা হয়েছিল। এ বছর আবারও বৈঠক করেন পুতিন। এবারের বৈঠকের বিষয় ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, সেনাকর্মী ও তাদের পরিবারকে পারিশ্রমিক দেওয়া এবং রুশ অর্থনীতি। সম্মেলনে টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে সাধারণ মানুষের অংশ নিয়েছিলেন।
বৈঠকে পুতিন বলেন, ইউক্রেনে শান্তি তখনই ফিরবে যখন ইউক্রেন মেনে নেবে যে তারা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্তর্ভূক্ত হবে না। তাদের দাবি ইউক্রেন মেনে নিলে তবেই সে দেশে ‘বিশেষ সামরিক অভিযান’ বন্ধ করা হবে।
তিনি জানান, ইউক্রেনে এই মুহূর্তে ছয়’লক্ষ সতেরো হাজার রুশ সেনা নিযুক্ত রয়েছে। গত বছর কমপক্ষে ২ লক্ষ ৪৪ হাজার জনকে এই ‘অভিযানে’ নিয়োগ করা হয়েছিল। এখন আর নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
পুতিন গত জুন মাসে ইউক্রেনের পাল্টা হামলা প্রসঙ্গে বলেন, ইউক্রেন এই দু’বছরের মধ্যে ওই ‘ছোট এলাকায় সাফল্য লাভ করলেও নিজেদের ‘সব চেয়ে ভাল’ কিছু সেনাকর্মীকে হারিয়েছে। চলমান যুদ্ধ এবং পশ্চিমাদের সাথে সম্পর্কের বিষয়ে পুতিন বলেছেন, আমাদের সীমান্তের পাশ দিয়ে হেঁটে যাওয়ার লাগামহীন আকাঙ্ক্ষা, ইউক্রেনকে ন্যাটোতে নিয়ে যাওয়া, এই সবই এই যুদ্ধকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারাই আমাদের এই কাজে বাধ্য করেছে।
চীনের সাথে রাশিয়ার সম্পর্কের বিষয়ে তিনি বলেন, চীনের সাথে আমাদের সম্পর্কের স্তর সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।