ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত জলপাইগুড়ি, বহু হতাহত

ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত জলপাইগুড়ি, বহু হতাহত

ভারতের উত্তর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিধ্বস্ত ঝড়ের কারণে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও এই ঘটনায় শতাধিক লোক আহত হয়েছে। 

সোমবার (১ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, রোববার জেলা সদরসহ পার্শ্ববর্তী ময়নাগুড়ির অনেক এলাকায় শিলাবৃষ্টিসহ প্রবল বাতাসের আঘাতে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, শতাধিক মানুষ আহতসহ বেশ কয়েকটি ঝুপড়ি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও গাছ উপড়ে গেছে এবং বহু বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে।

ঝড়ের খবর পেয়ে রাতেই সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে ঝড়ে আহতদের সাথে দেখা করেন তিনি। এছাড়াও এক মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের মাঝে বসে কথাও বলেন। রাত আড়াইটা পর্যন্ত ঘুরে দেখেন বিধ্বস্ত এলাকা।

গতকালকের ঝড়ে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা নির্দেশ দেন, ‘যত দ্রুত সম্ভব বাড়িঘর তৈরি করতে হবে। যতক্ষণ বাড়িঘর তৈরি না হচ্ছে ততক্ষণ সবাইকে ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করতে হবে। খাবার দিতে হবে সেখানে।’

Scroll to Top