দ্বিজেন্দ্রলাল রায়ের কথা ও সুরের গানটির নতুনভাবে সংগীতায়োজন করেছেন অর্ণব। সুস্মিতা জানান, অর্ণবের সঙ্গে গানটির কাজ করে তাঁর ভালো লেগেছে। এর আগেও তাঁদের একসঙ্গে কাজ হয়েছে। সামনেও হবে। এদিকে এই গান গাইবার পেছনে যে ভাবনা ছিল, তা এভাবেই ব্যাখ্যা করলেন সুস্মিতা। তিনি বলেন, ‘গানটি আমি একদম ছোটবেলা থেকে এত শুনেছি, এত শুনেছি—বলে বোঝাতে পারব না। আমার ভীষণ একটা প্রিয় গান। আমি রোমান্টিক বাংলা গান করি, নজরুলসংগীতও করি, দেশাত্মবোধকের যেসব গান শুনে বড় হয়েছি, আমাদের মনের মধ্যে একদম গেঁথে আছে—তারই একটি এই গান। খুব সাধারণ কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়ের খুবই অসাধারণ একটি সৃষ্টি। আমার কাছে মনে হয়েছে, গানটা নতুনভাবে আমার কণ্ঠে তুলে ধরি। আরেকটা বিষয় মনে হয়েছে, এখনকার পৃথিবীতে এত সহিংসতা, যুদ্ধ, হানাহানি, এতসব নেতিবাচকতা—এর মধ্যে নিশ্বাস নেওয়ার মতো কিছু একটা তৈরির প্রয়াস।’
নতুন করে সুস্মিতা আনিসের কণ্ঠে ‘ধনধান্য পুষ্পভরা’
Related Posts
How to Download and Install Melbet Apk File on Android?
November 26, 2024
যুব এশিয়া কাপ খেলতে আমিরাতের পথে বাংলাদেশ – DesheBideshe
November 26, 2024