পড়াশোনায় আগ্রহী তানাজকে চিকিৎসক বানানোর স্বপ্ন অধরাই থেকে গেল বাবা–মায়ের

পড়াশোনায় আগ্রহী তানাজকে চিকিৎসক বানানোর স্বপ্ন অধরাই থেকে গেল বাবা–মায়ের

মোকাদ্দেসুর রহমান প্রথম আলোকে বলেন, তানাজ খুব মেধাবী ছাত্রী ছিল। জেএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছিল। শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর তানাজ এসএসসি পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় সে ভালো ফলাফলের আশা করেছিল। ভবিষ্যতে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল। এ জন্য সে তার অসুস্থ মায়ের (মনিরা বেগম) ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করে দিত। কিন্তু দুর্ঘটনায় পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

হাসপাতালে কান্নারত অবস্থায় তানাজের নানি কামরুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘আমার এই নাতনিরে ১৬ বছর লালন-পালন করলাম। কিন্তু রক্ষা করতে পারলাম না। দুর্ঘটনা ওর ছোট ভাইয়ের প্রাণটাও কেড়ে নিছে।’

Scroll to Top