ট্রেন দুর্ঘটনায় নিহত আসলামের পরিবার পেল ব্যাটারিচালিত অটোরিকশা

ট্রেন দুর্ঘটনায় নিহত আসলামের পরিবার পেল ব্যাটারিচালিত অটোরিকশা

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত আসলাম মিয়ার পরিবারকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়া হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম নিহত আসলামের স্ত্রী ফাতেমা খাতুনের হাতে অটোরিকশার চাবি তুলে দেন।

উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এ অটোরিকশা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের উপপরিচালক আব্দুল কাইয়ুম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুল ইসলাম আকন্দ, গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব প্রমুখ।

উলেখ্য, গত ২০২৩ সালে ১৩ ডিসেম্বর দুর্বৃত্তরা রেলে নাশকতার চেষ্টায় জয়দেবপুর-ময়মনসিংহের কেটে রাখা রেলপথে গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত হন ট্রেন যাত্রী আসলাম মিয়া (৩০) নামের এক সবজি বিক্রেতা।
নিহত আসলাম গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত মোছলেম উদ্দিনের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,নিহত আসলাম মিয়া জীবিকার তাগিদে প্রায় প্রতিদিনই বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন । গফরগাঁও এলাকায় প্রত্যন্ত অঞ্চল থেকে মুরগী ও সবজি কিনে ঢাকায় বিক্রি করতেন। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হঠাৎ করে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তিন সন্তানের জননী ফাতেমা খাতুন । ফাতেমা খাতুনের হাতে একটি ব্যাটারী চালিত অটোরিকশার চাবি তোলে দেওয়া হয়েছে তার উপার্জন দিয়ে পরিবার টি যেন চলতে পারে

Scroll to Top