আসন্ন নির্বাচনে ক্ষমতা হারাচ্ছেন ঋষি সুনাক! | চ্যানেল আই অনলাইন

আসন্ন নির্বাচনে ক্ষমতা হারাচ্ছেন ঋষি সুনাক! | চ্যানেল আই অনলাইন

যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক ক্ষমতা হারাতে যাচ্ছেন, এমনটাই বলছে সমীক্ষা। এছাড়াও সমীক্ষার ফলাফলে দেখা গেছে, দেশটির বিরোধী দল লেবার পার্টি যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বেস্ট ফর ব্রিটেন নামক একটি প্রচারাভিযান সংস্থার দ্বারা প্রকাশিত এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি এই বছরের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া দেশটির সাধারণ সাধারণ নির্বাচনে বড় পরাজয়ের সম্মুখীন হতে যাচ্ছে। এমনকি যুক্তরাজ্যে ঋষি সুনাকের অন্যতম জনপ্রিয় উত্তর ইয়র্কশায়ারের আসনটি দুর্বল অবস্থায় রয়েছে।

সমীক্ষায়, বিরোধী নেতা স্যার কেয়ার স্টারমারের দল লেবার পার্টি ৪৫ শতাংশ ভোট পেয়ে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির থেকে ১৯ পয়েন্টে এগিয়ে আছে। সমীক্ষায় দাবি করা হয়, যুক্তরাজ্যের বর্তমান মন্ত্রিসভার আনুমানিক ২৮ জন সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে তাদের মধ্যে শুধুমাত্র ১৩ জন পুনরায় নির্বাচিত হতে পারেন।

সমীক্ষার বিশ্লেষণে আরও দাবি করা হয়, যদি আগামীকাল যুক্তরাজ্যে নির্বাচন হয়; তবে ঋষি সুনাকের দল ২৫০ জন এমপি হারাবে এবং বিরোধী লেবার পার্টি ৪৬৮টি আসন নিয়ে জয়ী হবে। ঋষি সুনাকের সহযোগীরাও আশঙ্কা করছেন, স্থানীয় নির্বাচনের পরই সুনাক নেতৃত্বের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।

Scroll to Top