ছবি ও ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে চাইলেই নিজেদের পোস্টে অন্য ব্যবহারকারীদের নাম ট্যাগ করা যায়। তাই ইনস্টাগ্রামে ছবি বা রিলস ভিডিও পোস্ট করার সময় পরিচিত ব্যক্তিদের ট্যাগ করেন অনেকেই। কিন্তু নিজেদের প্রচারণামূলক বিভিন্ন স্প্যাম পোস্টেও অপরিচিত ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ট্যাগ করে থাকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান। এসব স্প্যাম পোস্টের কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা-ই নয়, স্প্যাম পোস্টের কারণে প্রতারণার শিকারও হন অনেকে। তবে ইনস্টাগ্রামে চাইলেই স্প্যাম পোস্টে থাকা ট্যাগ মুছে ফেলার পাশাপাশি ট্যাগ করার সুবিধা স্থায়ীভাবে বন্ধ করা যায়।
ইনস্টাগ্রামে স্প্যাম পোস্টে থাকা ট্যাগ মুছে ফেলবেন যেভাবে


Related Posts

হংকংয়ে প্রস্তুতির জন্য বাজে মাঠ পেয়েছেন হামজারা?
October 14, 2025

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন
October 13, 2025

