ইসরায়েলকে নতুন অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা – DesheBideshe

ইসরায়েলকে নতুন অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা – DesheBideshe

ওয়াশিংটন, ৩০ মার্চ – যুদ্ধবিরতি ঘোষণার পরেও গাজায় লাশের সারি যেন থামছেই না। প্রতিদিনই সেখানে ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। এদিকে আন্তর্জাতিক চাপ এবং নানা ধরনের সমালোচনার পরেও গাজায় হামলা অব্যাহত রাখতে ইসরায়েলকে নতুন করে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজে ২ হাজার পাউন্ডের বেশি বোমা ও ২৫টি এফ-থার্টি ফাইভ/এ যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

তবে অস্ত্র সরবরাহের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস।

উল্লেখ্য, প্রায় ছয় মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় গাজা উপত্যকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলার শুরু থেকেই ইসরায়েল অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এই হামলায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। এছাড়া গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যূত।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ৩০ মার্চ ২০২৪

Scroll to Top