লন্ডনে বাড়ির বাইরে ইরানি টিভি চ্যানেলের উপস্থাপককে ছুরিকাঘাত – DesheBideshe

লন্ডনে বাড়ির বাইরে ইরানি টিভি চ্যানেলের উপস্থাপককে ছুরিকাঘাত – DesheBideshe

লন্ডন, ৩০ মার্চ – যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক ইরানি টিভি চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের এক উপস্থাপককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। লন্ডনে বাড়ির বাইরে তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়।

টিভি চ্যানেলটি জানায়, ছুরিকাঘাতের শিকার উপস্থাপকের নাম পুরিয়া জেরাতি (৩৬)। লন্ডনে বাড়ির বাইরে তার ওপর হামলা করে এক দল দুর্বৃত্ত। বর্তমানে পুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ড ইউনিটের প্রধান ডমিনিক মারফি বলেন, হামলার পেছনে উদ্দেশ্য কী, তা খুঁজে বের করতে সন্ত্রাস দমনসংক্রান্ত বিশেষজ্ঞ পর্যায়ের কর্মকর্তারা চেষ্টা চালাচ্ছেন। তারা সম্ভাব্য সব বিষয় বিবেচনায় রাখছেন।

উল্লেখ্য, ২০২২ সালে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এ-সংক্রান্ত খবরাখবর ব্যাপকভাবে প্রচার করেছিল ইরান ইন্টারন্যাশনাল।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ৩০ মার্চ ২০২৪

Scroll to Top