গত ১৩ দিনের ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের আল-শিফা হাসপাতালে ৪শ’ জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের দেইর-আল বালাহ এবং খান ইউনিসে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মাগাজি উদ্বাস্তু শিবিরে তাদের হামলায় ৩ ফিলিস্তিনি মারা গেছে।
আল-শিফা হাসপাতালে ইসরাইলের ১৩ দিনের হামলায় রোগী-চিকিৎসাকর্মী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিসহ ৪শ’র বেশি মানুষ নিহত হয়েছেন।
ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত গ্রুপ ইসলামিক জিহাদের নেতারা তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। উত্তর ইসরাইলে ড্রোন হামলার কথা জানিয়েছে ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ। জিম্মিদের মুক্তির জন্য চুক্তির দাবিতে তেল-আবিবে বিক্ষোভ করেছে ১০ হাজারের বেশি ইসরাইলি।
অন্যদিকে, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ সমাবেশ করেছে হাজারো মানুষ। ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৩২ হাজার ৭শ’ ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ১শ’ ৯০ ফিলিস্তিনি।