ওমরাহ পালনে গিয়ে হারানো সন্তান ১১ বছর পর ফিরে পেলেন মা!

ওমরাহ পালনে গিয়ে হারানো সন্তান ১১ বছর পর ফিরে পেলেন মা!

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে ১১ বছর আগে হারিয়ে যাওয়া শিশুসন্তানকে ফিরে পেয়েছেন সিরিয়ার একজন মা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ওই মা সিরিয়ার নাগরিক এবং তার সন্তানের নাম সাফওয়ান আনসারী।

১১ বছর আগে সিরিয়ার গৃহযুদ্ধের সময় বোমা হামলার শিকার হয় সাফওয়ানের পরিবার। ধ্বংস হয়ে যায় তাদের গ্রাম। তখন থেকেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না শিশু সাফওয়ানকে। আসলে, তখন একটি পরিবারে আশ্রয় পায় ছোট্ট শিশুটি। নিজেদের সন্তানের মতোই পরিবারটি বড় করতে থাকে তাকে।

এবছর রমজান মাসে ওমরাহ পালনে সৌদি আরব যান সাফওয়ানের পালক বাবা-মা। ভাগ্যক্রমে একই সময়ে ওমরাহ করতে আসেন সাফওয়ানের জন্মদাত্রী মা। এর আগে বিভিন্ন সংস্থার মাধ্যমে সাফওয়ানকে খুঁজে বেড়াচ্ছিলেন তার মা। পালক বাবা-মা চাচ্ছিলো শিশুটি যেন তার পরিবার খুঁজে পায়। তাই জন্য তার ছবি ও তথ্য বেশ কিছু সংস্থার কাছে দিয়েছিল পরিবারটি।

অবশেষে সংস্থাগুলো মা-ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। এমন সময় ২টি পরিবার মক্কায় ওমরাহ পালন করছিল। সংস্থাগুলো থেকেই বিষয়টি তাদের জানিয়ে পুনর্মিলনের ব্যবস্থা করা হয়। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকে মন্তব্য করে বলছেন, এ যেন আল্লাহর দরবারে গিয়ে প্রার্থনা করার ফল।

Scroll to Top