জেরুজালেম, ২৯ মার্চ – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতির নতুন আলোচনায় অনুমোদন দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য জানিয়েছে।
শুক্রবার নেতানিয়াহুর দফতরের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
নেতানিয়াহুর দফতর জানায়, কাতারের রাজধানী দোহা ও মিশরের রাজধানী কায়রোতে এ আলোচনা হবে। নেতানিয়াহু এরই মধ্যে গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে নতুন আলোচনা নিয়ে কথা বলেছেন।
গত ২৫ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে তোলা প্রস্তাব পাস হয়। ঐদিন যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয়নি যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়ে দোহায় অবস্থানরত আলোচনাকারী দলকে ফিরিয়ে আনেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরদিন মঙ্গলবার মধ্যস্থতাকারী দেশ কাতার জানায়, যুদ্ধবিরতির আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৯ মার্চ ২০২৪