কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে এবার জাতিসংঘের প্রতিক্রিয়া

কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে এবার জাতিসংঘের প্রতিক্রিয়া

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র। পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশ সংশয় প্রকাশ করার পর এবার বিষয়টি নিয়ে মন্তব্য করল জাতিসংঘ।

এনডিটিভি জানিয়েছে, গতকাল ২৯ মার্চ বৃহস্পতিবার রাতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিকও কেজরিওয়ালের গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এই প্রসঙ্গে কথা বলেন।

স্টিফেন ডুজারিককে ভারতের অন্যতম বিরোধীদল আম আদমি পার্টির সদস্য এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেপ্তারসংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, আমরা আশা করি ভারতসহ যে কোন দেশে নির্বাচনে অবাধ ও সুষ্ঠুভাবে ন্যায্য পরিবেশে ভোট দিতে পারাটা জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার।

ভারতের লোকসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে ভারতসহ বিভিন্ন দেশে চলছে নানা সমালোচনা। জার্মানি এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করে মন্তব্য করেছে। দিল্লিতে নিযুক্ত এই ২ দেশের দূতাবাসের শীর্ষ কূটনীতিকদের ডেকে এ ধরনের মন্তব্যে তীব্র আপত্তিও জানিয়েছে ভারত।

এই ঘটনার পরও কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার গত বুধবার বলেন, পুরো বিষয়টির ওপর নজর রেখেছে যুক্তরাষ্ট্র।

Scroll to Top