গোটা দেশকে গিলে ফেলেছে সরকার: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

গোটা দেশকে গিলে ফেলেছে সরকার: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশকে গিলে ফেলেছে এই সরকার। আজ বুধবার (২৭ মার্চ) বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, মানুষকে জাগিয়ে তুলতে হবে এটাই আমাদের প্রধান কাজ, জনগণকে তাদের প্রতিষ্ঠা আদায়ে সোচ্চার হতে হবে। সংগ্রামের কোন বিকল্প নেই, আরো শক্তিশালি সংগ্রান করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্রের জন্য আন্দোলন করছি গণতান্ত্রিক উপায়েই তা চলবে যতদিননা অধিকার আদায় হয়।

Scroll to Top