ইসরায়েলের হামলায় বন্ধ গাজার দুই-তৃতীয়াংশ হাসপাতাল

ইসরায়েলের হামলায় বন্ধ গাজার দুই-তৃতীয়াংশ হাসপাতাল

শুধু দক্ষিণ গাজা নয়, উপত্যকাটির অন্য এলাকার হাসপাতালগুলোর অবস্থাও শোচনীয়। যেমন মধ্য গাজার দের আল-বালাহ এলাকার আল-আকসা মার্টায়ার্স হাসপাতাল। সেখানে চিকিৎসকদের একটি দলে আছেন লেবাননের শিশুবিশেষজ্ঞ তানিয়া হাজ-হাসান। তিনি বলেন, ‘আমাদের দল পাঁচ দিন ধরে চিকিৎসা দিয়েই যাচ্ছে। আমরা বিধ্বস্ত হয়ে পড়েছি। কল্পনাও করতে পারি না, টানা ১৬২ দিন ২৪ ঘণ্টা করে প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া গাজার চিকিৎসকেরা কীভাবে কাজ করছেন!’

আল-আকসা মার্টায়ার্স হাসপাতালে বর্তমানে ৮০০ জনের মতো রোগী ভর্তি আছেন। তবে সেখানে শয্যা মাত্র ১৬০টি। বাকিরা মেঝে ও বারান্দায় বিছানা পেতে আছেন। হাসপাতালে যে কয়েকজন চিকিৎসক ও কর্মী রয়েছেন, তাঁদের দিন-রাত কাজ করতে হচ্ছে। তাঁদের অনেকে ইসরায়েলের হামলায় পরিবারের সদস্যদের হারিয়েছেন।

হাসপাতালটিতে জর্ডান থেকে আসা চিকিৎসাকর্মী মুস্তফা আবু কাসিম বলেন, চিকিৎসক দলের সদস্যরা তাঁদের সর্বোচ্চটা দিচ্ছেন। তাঁদের বেশির ভাগই সন্তান, স্ত্রী বা মা-বাবাকে হারিয়েছেন। এরপরও দায়িত্ব পালন করে যাচ্ছেন। বোঝা যায়, তাঁরা কতটা মানসিক চাপে রয়েছেন।

Scroll to Top