স্থানীয় বাসিন্দা শাহিনুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন দুমড়েমুচড়ে যাওয়া ভটভটিটি লাইন থেকে সরিয়ে নেয়। পরে ট্রেনলাইন স্বাভাবিক হলে ট্রেনটি চলে যায়। সরেজমিনে দেখা গেছে, কাঠের স্লিপারের বেশ কয়েকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ভেঙেও গেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। লাইনের একটু ক্ষতি হয়েছে। কয়েকটা স্লিপার ভেঙে গেছে। ১২ মিনিটের মতো ট্রেন থেমে ছিল। স্লিপারগুলো ঠিক করা হচ্ছে।