স্পোর্টস ডেস্ক
আগামী ২৪ জুন জার্মানিতে বসতে যাচ্ছে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে বাছাইপর্ব শেষ হলো। এরপরেই চূড়ান্ত হয়ে গেল ইউরো ২০২৪ ইউরোর গ্রুপগুলো। এবারের ইউরোর গ্রুপ বি’তে বলা হচ্ছে মৃত্যুকূপ। এই গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে আছে ক্রোয়েশিয়াও। তাদের সঙ্গে চতুর্থ দল হিসেবে আছে আলবেনিয়া।
এবার ইউরোর আয়োজক দেশ জার্মানি। প্রথম ম্যাচে জার্মানির মুখোমুখি স্কটল্যান্ড। ১৪ থেকে ২৬ জুন পর্যন্ত হবে গ্রুপ পর্ব। নক আউট পর্ব শুরু হবে ৩০ জুন থেকে। বার্লিনে এবার ইউরো ফাইনালের বল গড়াচ্ছে।
এদিকে বাছাইপর্বের শেষ দিনে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে ইউরোর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ইউক্রেন। গ্রুপ ই-তে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়ার সঙ্গে রয়েছে ইউক্রেন। টাইব্রেকারে জিতে ইউরোর চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে জর্জিয়া ও পোল্যান্ডও। গ্রুপ এফ-এ তুরস্ক, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্রের সঙ্গে রয়েছে জর্জিয়া। গ্রুপ ডিতে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও ফ্রান্সের সঙ্গে রয়েছে পোল্যান্ড। জার্মানির দশটি শহরে হবে এবারের ইউরো।
একনজরে ইউরো ২০২৪’র গ্রুপ
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ক্রোয়েশিয়া, ইটালি, আলবানিয়া
গ্রুপ সি: স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ ডি: পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন
গ্রুপ এফ: তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র
সারাবাংলা/এসএস