পাকিস্তান নৌবাহিনীর একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্য একজন আধা-সামরিক বাহিনীর সদস্য এবং বাকি ৫ জন হামলাকারী।
গালফ নিউজ জানিয়েছে, সোমবার ২৫ মার্চ দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এই ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা একটি বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি।
পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন হামলাকারী নিহত হয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় একজন আধা-সামরিক সৈন্যও নিহত হয়েছেন।
এদিকে সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।