বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে মোস্তাফিজের সঙ্গে চেন্নাইয়ে পেসার হিসেবে খেলেছেন দীপক চাহার ও তুষার দেশপান্ডে। পরের ম্যাচটিও এমএ চিদাম্বরম স্টেডিয়ামেই খেলবে চেন্নাই, প্রতিপক্ষ গুজরাট টাইটানস। মোস্তাফিজের বোলিং এ মাঠের উইকেটে কার্যকর, তা দেখা গেছে প্রথম ম্যাচেই।
মোস্তাফিজ ছাড়া প্রথম ম্যাচে বিদেশি ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ের একাদশে ছিলেন দুই নিউজিল্যান্ড অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেলের সঙ্গে শ্রীলঙ্কান স্পিনার মহীশ তিকশানা। এ তিনজনকেই যদি ধরে রেখে কম্বিনেশন সাজায় চেন্নাই, আর ওদিকে ফেরেন পাতিরানা—তাহলে মোস্তাফিজকে বাদ দেওয়ার মতো কঠিন এক সিদ্ধান্তই নিতে হবে তাদের।