হর্ষল প্যাটেলের করা ১৯তম ওভার থেকেও ১৩ রান নেন কার্তিক-লোমরোর জুটি। সেখানে এক ছক্কা ও চার এসেছে কার্তিকের ব্যাট থেকে। শেষ ওভারে ১০ রানের সমীকরণে নেমে আসে ম্যাচ। অর্শদীপ সিংয়ের প্রথম বলেই ছক্কা মেরে ম্যাচটা জেতা স্রেফ সময়ের ব্যাপারে পরিণত করেন কার্তিক। পরের বলটি ওয়াইড এবং তার পরের বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন কার্তিক। ২ ছক্কা ও ৩ চারে ১০ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন তিনি। ৮ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন মহীপাল লোমরোর। ১৮ বলে ৪৮ রানের দারুণ ম্যাচ জেতানো জুটি গড়েন দুজন।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব এগিয়েছে ওপেনার শিখর ধাওয়ান এবং মিডল অর্ডারে সবার ছোট ছোট অবদানে। ৩৭ বলে ৪৫ রান করেন ধাওয়ান। ৮ বলে ২১ রানে অপরাজিত ছিলেন শশাঙ্ক সিং। এ ছাড়া স্যাম কারেন খেলেন ২৩ রানের ইনিংস। বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট নেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
পাঞ্জাব কিংস: ২০ ওভারে ১৭৬/৬ (ধাওয়ান ৪৫, জীতেশ ২৭, প্রভিষমান ২৫, কারেন ২৩, শশাঙ্ক ২১*, লিভিংস্টোন ১৭; সিরাজ ২/২৬, ম্যাক্সওয়েল ২/২৯, আলজারি ১/৪৩, দয়াল ১/২৩)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৯.২ ওভারে ১৭৮/৬ (কোহলি ৭৭, কার্তিক ২৮*, রজত ১৮, লোমরোর ১৭*; হরপ্রীত ২/১৩, রাবাদা ২/২৩, কারেন ১/৩০, হর্ষল ১/৪৫)।
ফল: বেঙ্গালুরু ৪ উইকেটে জয়ী।