টি-টেনে ঝুঁকছে ভারত–পাকিস্তানও

টি-টেনে ঝুঁকছে ভারত–পাকিস্তানও

আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে জিম্বাবুয়েই প্রথম দল, যারা টি–টেন ক্রিকেট লিগ চালু করেছে। এ বছরই আফ্রিকান দেশটি আয়োজন করেছে জিম আফ্রো টি–টেন লিগ। তবে ২০ ওভারের টি–টোয়েন্টি ক্রিকেটের যে জনপ্রিয়তা, ১০ ওভারের টি–টেন ছুঁতে পারবে কি না, এমন আলোচনা আছে ক্রিকেট অঙ্গনে।

এর মধ্যেই টি–টেনপ্রেমীদের জন্য সুখবরের ইঙ্গিত দিচ্ছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড। টি–টেন সংস্করণের লিগ বা টুর্নামেন্ট চালুর কথা ভাবছে বিসিসিআই ও পিসিবি। সঙ্গে যুক্ত হতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, অদূর ভবিষ্যতে একটি টি–টেন লিগ আয়োজনের কথা ভাবছে পিসিবি, সঙ্গে চায় অস্ট্রেলিয়াকে। পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ সামনে অস্ট্রেলিয়া সফরে যাবেন। সেখানে সিএ কর্মকর্তাদের তিনি টি–টেন লিগ আয়োজনের প্রস্তাব দেবেন। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া–পাকিস্তান বক্সিং ডে টেস্ট। ম্যাচটি দেখার জন্য পিসিবি প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে সিএ। এর চার দিন আগেই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা জাকা আশরাফের।

Scroll to Top