রাশিয়ার মস্কোয় ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় সন্দেহভাজন ৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে চোখ বেঁধে মস্কোর একটি আদালতে হাজির করা হয়েছে। আহত অবস্থায় চতুর্থজনকে আনা হয়েছে হুইলচেয়ারে করে।
আজ (২৫ মার্চ) সোমবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৪ মার্চ) মস্কোর আদালতে হাজির করা ৪ জন সন্দেহভাজন অভিযুক্তরা হলেন দালের্দজন মিরজোয়েভ, সাইদআক্রামি মুরোদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও মুহাম্মাদসোবির ফায়জভ। ৪ জনের বিরুদ্ধেই গত শুক্রবার মস্কোর কনসার্ট হলে হামলা চালিয়ে অন্তত ১৩৭ জনকে হত্যা করার অভিযোগ রয়েছে।
আদালত থেকে প্রকাশিত একটি ভিডিওতে অভিযুক্ত ৪ জনকেই ক্ষতবিক্ষত অবস্থায় দেখা গেছে। জিজ্ঞাসাবাদের সময় সবাইকে মারধর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিরজোয়েভ এবং রাচাবালিজোদা নামে আদালত যে ব্যক্তিদের চিহ্নিত করেছে তাদের চোখ কালো ছিলো। রাচাবালিজোদার কানে ভারী ব্যান্ডেজ করা ছিলো। মিরজোয়েভের গলায় একটি ছেঁড়া প্লাস্টিকের ব্যাগ জড়ানো দেখা গেছে।
ফরিদুনি নামে আরেকজন অভিযুক্তের মুখটি খুব ফুলে ছিলো। ফায়জভ নামের আরেকজন অভিযুক্ত আদালতে যাওয়ার আগে চেতনা হারিয়ে ফেলেন, পরে তাকে একটি পাতলা হাসপাতালের গাউন পরিয়ে হুইলচেয়ারে করে আদালতে আনা হয়। অভিযুক্ত ৪ জনকেই একটি কাঁচের প্যানেলযুক্ত বুথে রাখা হয়, এসময় কয়েকজন মুখোশধারী পুলিশ তাদের পাহারা দিচ্ছিলেন। তাদের সবাইকেই তাজিকিস্তানের নাগরিক হিসেবে শনাক্ত করেছে রাশিয়া।
টেলিগ্রাম মেসেজিং সার্ভিসের মাধ্যমে ওই আদালতের একটি বিবৃতিতে বলা হয়েছে, মিরজোয়েভ এবং রাচাবালিজোদাও পুরোপুরিভাবে তাদের অপরাধ স্বীকার করেছেন। তবে এরআগে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস এই হামলার দায় স্বীকার করেছে। আর রাশিয়ান কর্মকর্তারা এতে ইউক্রেনের জড়িত থাকার দাবি করেছেন। যদিও ইউক্রেন এই দাবি অস্বীকার করেছে।