মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে

মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। যারমধ্যে তিনজন শিশুও রয়েছে। নিহতদের মধ্যে ৬৫ জনের মরদেহ শনাক্ত হয়েছে। হামলায় সরাসরি জড়িত ৪ জনসহ সন্দেহভাজন ১১ জনকে আটক করেছে রুশ গোয়েন্দা। গ্রেপ্তার একজন বলছে, পাঁচ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতিতে তিনি হামলা চালিয়েছেন।

এঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলাকারীরা অবর্ণনীয় পরিণতির মুখোমুখি হবে।

Scroll to Top