বসন্তকালে নাক কান গলার সমস্যা

বসন্তকালে নাক কান গলার সমস্যা

এডেনয়েড

শিশুদের নাকের পেছনে একধরনের টনসিল, থাকে যাকে এডেনয়েড বলে। এডেনয়েড বড় হয়ে গেলে নাক বন্ধ হয়ে যায়, নিশ্বাস নেওয়া যায় না। এডেনয়েডের কারণে শিশুদের মধ্যকর্ণে পানি জমতে পারে। তখন শিশু কম শুনতে পায়। এ ধরনের সমস্যায় নাক, কান ও গলা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

 অ্যালার্জিজনিত নাকের সর্দি ও পলিপ

কোনোরকমের অ্যালার্জেন, যেমন ধুলাবালু, গাড়ির ধোঁয়ায় নাকে অ্যালার্জিজনিত প্রদাহ হতে পারে। এতে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ ইত্যাদি উপসর্গ হতে পারে। অ্যালার্জির কারণ থেকে দূরে থাকলে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। দীর্ঘদিন নাকে অ্যালার্জি থাকলে পলিপ হতে পারে। এ সমস্যার চিকিৎসা অস্ত্রোপচার।

Scroll to Top