কবিতা ও কণ্ঠের প্রেমে ইয়াশ-তটিনী

কবিতা ও কণ্ঠের প্রেমে ইয়াশ-তটিনী

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

কবিতা আর কণ্ঠ- এই দুটোর অদ্ভুত সমন্বয় ঘটছে এই ঈদে। আর তাতে জুটি হয়ে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইরা তটিনী। দু’জনকে নিয়ে নির্মিত হলো ঈদের নাটক ‘প্রেম এসেছিল একবার’।

মেজবাহ উদ্দিন আহমেদের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

নির্মাতা জানান, গল্পটা কবিতা, কণ্ঠ, বিজ্ঞাপন তথা একটি বিজ্ঞাপনী সংস্থা নিয়ে। যে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করে রামিম নামের এক তরুণ। সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে পরিচয় ঘটে কবিতাপ্রেমী নীলিমার সঙ্গে। একটি বিজ্ঞাপনের ভয়েজ ওভারের সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সখ্যতা। এরপর হৃদয়ের জল গড়াতে থাকে অনেক দূর। ঘটে নানা ঘটনা।

এতে রামিম চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান আর নীলিমা চরিত্রে তটিনী। বিভিন্ন চরিত্রে আরও আছেন মিলি বাশার, শম্পা নিজাম, আনন্দ খালিদ, নিজাম উদ্দিন তামুর প্রমুখ।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রেম এসেছিল একবার’ নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ঈদ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

Scroll to Top