আবদুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা

আবদুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা

আবদুল্লাহ ইবনে উবাই ছিলেন কপটদের সরদার। আর তাঁর ছেলে আবদুল্লাহ ছিলেন রাসুল (সা.)-এর একনিষ্ঠ সাহাবি। আবদুল্লাহ ইবনে উবাইর মৃত্যুর সময় তাঁর ছেলে আবদুল্লাহ নবীজি (সা.)-এর কাছে দৌড়ে এলেন। রাসুল (সা.)-এর কাছে আবেদন জানিয়ে বললেন, ‘হে আল্লাহর নবী! আপনার পবিত্র মুখে খানিকটা পানি নিয়ে সেটি গ্লাসে দেবেন? হয়তো আপনার মুখের ছোঁয়া পানির বরকতে আমার আব্বা মুসলমান হয়ে যাবেন!’

আল্লাহর রাসুল (সা.) দেরি না করে নিজের মুখের বরকতময় পানি সাহাবির হাতে দিয়ে দিলেন। আবদুল্লাহ বাড়িতে ফিরে মুমূর্ষু বাবার সামনে পানির পাত্র তুলে ধরে বললেন, ‘নিন, পান করুন।’

ইবনে উবাই বললেন, ‘এটা কী?’

ছেলে বললেন, ‘রাসুল (সা.)-এর মুখের বরকতময় পানি। হয়তো এর বদৌলতে আপনার মৃত্যুযন্ত্রণা লাঘব হবে। আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন!’

ইবনে উবাই পানির পাত্র ছুড়ে ফেলে দিয়ে বললেন, ‘তাঁর মুখের পানি পান করব না।’

ছেলে প্রচণ্ড রাগে দৌড়ে নবীজি (সা.)-এর দরবারে গিয়ে বললেন, ‘আমার আব্বা ঘোরতর মুনাফিক। আপনি অনুমতি দিন, আমি তাঁর গর্দান কেটে নিয়ে আসি!’

আল্লাহর নবী (সা.) তাঁকে মানা করে বললেন, ‘না, উনি তোমার বাবা। তাঁর সঙ্গে সুন্দর ব্যবহার করো। খেদমত করো।’

Scroll to Top