ভারতের প্রতি ক্ষমতাসীনেরা নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছে: মেজর হাফিজ

ভারতের প্রতি ক্ষমতাসীনেরা নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছে: মেজর হাফিজ

প্রতিবেশী দেশ ভারতের প্রতি ক্ষমতাসীনেরা নির্লজ্জের মতো আনুগত্য প্রদর্শন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘একটি রাষ্ট্রের প্রতি নতজানু পররাষ্ট্রনীতি এবং প্রতি বিষয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা, বর্তমান শাসক দলের অভ্যাস।’

আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অরক্ষিত স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রবিহীন বিপন্ন বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) যখন বিপদে পড়েন, তখন বলেন যে দিল্লি আছে আমরা আছি। এ ধরনের কথা বলতে তাদের লজ্জাবোধও হয় না।’ তিনি বলেন, ‘দিল্লি থাকলে এই সরকার আছে। প্রতিবেশী দেশের আশ্রয়ে কতখানি আনুগত্য স্বীকার করে যাচ্ছে! আমরা কি এ জন্য যুদ্ধ করেছি? বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ কখনোই এ ধরনের গোলামি মেনে নেবে না।’

Scroll to Top