পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের দুর্ভোগ লাঘবে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি। শুক্রবার (২২ মার্চ) সকাল থেকে বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করতে দেখা গেছে।
আনুষ্ঠানিকভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকেই আন্তঃজেলা সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন বলেও জানানো হয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন আন্তঃজেলা বাস কাউন্টারগুলো ঘুরে খুব একটা যাত্রীর উপস্থিতি চোখে পড়েনি। তবে যাত্রীর উপস্থিতি কম থাকার কারণ হিসেবে না জানাকে দায়ী করছেন পরিবহন শ্রমিকরা।
পরিবহন শ্রমিকরা বলেন, অধিকাংশ মানুষ জানে না আজ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এই কারণে যাত্রীর চাপ অনেকটা কম। তাছাড়া অনেকেই অনলাইনে টিকিট সংগ্রহ করছেন।
সরেজমিন দেখা যায়, ঈদের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন হওয়ায় এখনো সেভাবে যাত্রীর উপস্থিতি নেই। যার কারণে ভোগান্তি ছাড়াই টিকিট কেটে ঘরে ফিরছেন তারা।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি হবে। এছাড়া ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।