মস্কোর কনসার্টে হামলায় জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের নিন্দা | চ্যানেল আই অনলাইন

মস্কোর কনসার্টে হামলায় জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের নিন্দা | চ্যানেল আই অনলাইন

মস্কোর উপকণ্ঠে একটি কনসার্ট হলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে  নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। একই সাথে নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক একটি বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস ‘মস্কোর বাইরে একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলার জোরালো নিন্দা জানিয়েছেন।

গুতেরেস শোকসন্তপ্ত পরিবার, জনগণ এবং রাশিয়ান ফেডারেশনের সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়।  একই সঙ্গে  নিন্দনীয় কর্মকাণ্ডের অপরাধী এবং মদদদাতাদেরকে জবাবদিহি ও বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আহ্বান জানায়।

ভয়াবহ ওই বন্দুক হামলার ঘটনায় অন্তত ৯৩ জন নিহত এবং প্রায় দেড়শ মানুষ আহত হয়েছেন।

Scroll to Top