ইসলাম খান মসজিদ: শুধু নাম আছে, আদি মসজিদটি নেই

ইসলাম খান মসজিদ: শুধু নাম আছে, আদি মসজিদটি নেই

মসজিদের শহর বলে খ্যাতি আছে ঢাকার। রাজধানী হিসেবে ৪০০ বছরের বেশি প্রাচীন এই শহরে ঐতিহ্যের স্মারক হিসেবে যেসব স্থাপত্য নিদর্শন এখনো টিকে আছে, তার মধ্যে মসজিদগুলোই অন্যতম। অধুনা চারপাশে অহরহ মাথা তুলে দাঁড়ানো বহুতল ইমারতের ঘেরাটোপের মধ্যে পড়ে প্রাচীন মসজিদগুলোর যেন অনেকটাই বন্দিদশা।

পুরোনো দিনের এই মসজিদগুলোর বেশির ভাগই মোগল আমলের। এর মিনার-গম্বুজ-বুরুজ কালের সাক্ষী হয়ে জানিয়ে দেয় শহরটির গৌরব-গরিমা। কাচে কংক্রিটে ঝকমকে আধুনিক পশ্চিমা রীতির স্থাপত্যের মধ্যে এই মিনার, গম্বুজ, খিলানের নীরব গম্ভীর স্থাপনা নাগরিক দৃশ্যপটেও রচনা করে বৈচিত্র্য।

ঢাকায় মোগল আমলের সব মসজিদের অবস্থা এক রকম নেই। কিছু মসজিদ আগের স্থাপত্য বৈশিষ্ট্য নিয়ে টিকে আছে। কোনোটির আংশিক সংস্কার হয়েছে। আবার কোনোটির কেবল নামটাই আছে, মূল স্থাপনাটি ভেঙে নতুন করে বহুতল ভবন করা হয়েছে। ইসলাম খান মসজিদের ক্ষেত্রে ঘটেছে এই আমূল পরিবর্তন।

Scroll to Top