কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ভিডিও আপলোডের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কড়া নির্দেশনা দিয়েছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এর ফলে এখন থেকে ইউটিউবারদের প্ল্যাটফর্মটিতে ভিডিও আপলোডের আগে অবলম্বন করতে হবে বিশেষ সতর্কতা।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদনে জানিয়েছে, এখন থেকে ইউটিউবারদের ভিডিও আপলোডের আগে ভিডিও পরিচিতিতে কন্টেন্টটি এআই দিয়ে নির্মিত কিনা তা দর্শকদের জানিয়ে দিতে হবে। গত বছরের নভেম্বরে এই বিষয়ে ঘোষণা দেয়া হলেও গত সোমবার ১৮ মার্চ থেকে কার্যকর হয়েছে এই নির্দেশনা।
মূলত এআই দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে দর্শকদের মধ্যে যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় তা ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ইউটিউব জানিয়েছে, ব্যবহারকারীদের এখন থেকে ভিডিও আপলোড করার সময় ভিডিও পরিচিতিতে উল্লেখ করতে হবে যে ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা। এছাড়া অবাস্তব কোনো দৃশ্য ভিডিওতে থাকলে তাও উল্লেখ করতে হবে।
সংস্থাটি জানিয়েছে, নির্মাতারা জানানোর পর ওই সব ভিডিওতে এক বিশেষ লেবেল যুক্ত করবে ইউটিউব কর্তৃপক্ষ। যেখানে লেখা থাকবে ভিডিওটি পরিবর্তিত বা এআই এর সাহায্যে নির্মিত। তবে সব ধরনের ভিডিওতে এর প্রয়োজন হবে না। ইউটিউবের মতে, এই নীতি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ এবং বাস্তবসম্মত দৃশ্যের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যানিমেশন ভিডিও এই নিয়মের বাইরে থাকবে। ইউটিউব আরও জানিয়েছে, ভিডিওতে মিথ্যা বা ভুল তথ্য থাকলে সেই ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে তারা।