ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর – DesheBideshe

ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর – DesheBideshe

ঢাকা, ২২ মার্চ – পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ড. ইউনূস দেশের দুর্যোগের সময় মানুষের জন্য কিছু করেন না। তার আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেওয়া।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

আদালতে তার (ড. ইউনূস) মামলা চলছে। এর মধ্যেই দেখলাম বাকু সম্মেলনে তিনি পুরস্কার পেয়েছেন। পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে সব জায়গায় তার লবিস্ট ফার্ম যোগাযোগ করে।

তিনি বলেন, বিএনপির দু-একজন নেতাকে ঘন ঘন প্রেস কনফারেন্স করতে দেখা যাচ্ছে। যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিলেন। রাজনীতির কাক যেখানে ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানে যায়। বেশি কথা বললে তাদের সবকিছু ফাঁস করে দেব।

যে রাজনৈতিক শক্তি স্বাধীনতাবিরোধী তাদের পরবর্তী প্রজন্ম পেছনে নেওয়ার ষড়যন্ত্র করছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক অপশক্তির সঙ্গে ব্যক্তিবিশেষ যোগ দিয়েছিল। দরিদ্র দেশ বলে বহির্বিশ্বে উপস্থাপন করে পুরস্কার নেয় তারা। ড. ইউনূসকে বন্যা, দুর্যোগে মানুষের পাশে দেখা যায় না। তার আগ্রহ শুধু তদবির করে পুরস্কার নেওয়া।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্র করছে। তারেক রহমান বোরাকে করে উড়ে এসে বিএনপির পাশে দাঁড়াবে এমন স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দেশটাকে মগের মুল্লুক বানানোর স্বপ্ন ভেস্তে যাওয়ায় বিএনপি খেই হারিয়ে ফেলেছে।

সূত্র: কালবেলা
আইএ/ ২২ মার্চ ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর first appeared on DesheBideshe.

Scroll to Top