এক বছরের মাথায় পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট | চ্যানেল আই অনলাইন

এক বছরের মাথায় পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট | চ্যানেল আই অনলাইন

দায়িত্ব গ্রহণের মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বুধবার ২০ মার্চ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বৈঠকের পর সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ভো ভ্যান থুং দলীয় নিয়ম ভঙ্গ করেছেন। যার কারণে তার পদত্যাগ গ্রহণ করা হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভো ভ্যান থুং তার নিজ প্রদেশে একটি দুর্নীতি কেলেঙ্কারির সাথে জড়িত থাকার কারণে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। ভিয়েতনামের রাজনীতির শীর্ষে থাকা চারটি স্তম্ভের একটি হচ্ছে সেই দেশের প্রেসিডেন্ট।

কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের চারটি পদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট পদ। বাকি দুই জন হলেন প্রধানমন্ত্রী ও জাতীয় পরিষদের চেয়ারম্যান।

গত বছর যখন ভো ভ্যান থুং-কে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল তখন তাকে একজন দক্ষ এবং তরুণ প্রেসিডেন্ট হিসাবে দেখা হয়েছে।

Scroll to Top