চীনে এক্সপ্রেসওয়ে টানেলের প্রাচীরে বাসের ধাক্কা, নিহত ১৪

চীনে এক্সপ্রেসওয়ে টানেলের প্রাচীরে বাসের ধাক্কা, নিহত ১৪

চীনে একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ে টানেলের প্রাচীরের সঙ্গে ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে ১৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয় আরও ৩৭ জন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথহ জানিয়েছে।

মঙ্গলবার ১৯ মার্চ স্থানীয় সময় দুপুর আড়াইটায় এই দুর্ঘটনাটি ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নর্থ চীনের একটি এক্সপ্রেসওয়ে টানেলের ভিতরে একটি যাত্রীবাহী বাস টানেলের প্রাচীরের সাথে ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে ১৪ জন নিহত এবং ৩৭ জন আহত হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর আড়াইটায় দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে প্রায় ৫১ জন যাত্রী ছিলো।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একটি প্রতিবেদনে জানিয়েছে, নিহত ও আহতদের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। তবে আহতদের স্বাস্থ্য অবস্থা সম্পর্কে এখনও জানানো হয়নি।

গত বছরের ফেব্রুয়ারি মাসে মধ্য হুনান প্রদেশে একটি সড়ক দুর্ঘটনায় প্রায় ১৬ জন নিহত হয় এবং আহত হয়েছিল প্রায় ১২ জন। এই ঘটনার এক মাস আগে পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২০ জন আহত হয়।

 

Scroll to Top