গাজার আল শিফা হাসপাতালের আশপাশে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হাসপাতালে থাকা রোগী এবং ওই চত্বরে আশ্রয় নেওয়া ব্যক্তিদের দ্রুত ওই এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল বাহিনী।
গতকাল (১৮ মার্চ) সোমবার একটি প্রতিবেদনে এই বোমা হামলার কথা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল-জাজিরা।
এর আগে গত নভেম্বরেও আল শিফা হাসপাতাল অভিযান চালিয়েছিলো ইসরায়েল। এদিকে, রাফায় ইসরায়েলি বিমান হামলায় ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাফায় স্থল অভিযান চালানো ইসরায়েলের জন্য ভুল হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে বাইডেন এ’কথা বলেন।
রাফায় স্থল অভিযানের পরিবর্তে অন্য কোন পন্থা অবলম্বনের বিষয়টি আলোচনার জন্য উর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের ওয়াশিংটনে পাঠানোর অনুরোধ করেছেন বাইডেন।