বেসামরিক এলাকায় মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব | চ্যানেল আই অনলাইন

বেসামরিক এলাকায় মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব | চ্যানেল আই অনলাইন

মিয়ানমারের সামরিক বাহিনী বেসামরিক এলাকায় বোমাবর্ষণ করছে এমন প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করেছেন। একইসাথে তিনি দেশটির সেনাবাহিনীকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ১৯ মার্চ আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে তিনি এই আহ্বান জানান।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই অশান্ত হয়ে উঠে দেশটি। রাখাইন রাজ্যের গ্রামগুলোতে ক্রমাগত বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, ‘মিয়ানমারের চলমান বিমান হামলায় বহু বেসামারিক নাগরিকের মৃত্যু এবং আহত হওয়ার খবরে মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন।’

মুখপাত্র বলেছেন, রাখাইন রাজ্যে সংঘাতের বিস্তৃতি বাস্তুচ্যুতিই ঘটাচ্ছে শুধু। সেই সাথে পূর্বে বিদ্যমান বৈষম্য ও অসহায়ত্বকে বাড়িয়েই তুলছে। এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক উত্তেজনাকে আরও উসকানি ঠেকাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মহাসচিব।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নাগরিক বলেন, ‘আমাদের গ্রামে কোনো যুদ্ধ হয়নি। অথচ তারা আমাদের বোমা মেরেছে।’

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বেতার রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, শুক্রবার মিনবিয়ার প্রায় ৫ কিলোমিটার উত্তরে রোহিঙ্গা অধ্যুষিত গ্রাম থার দারে একটি জঙ্গি বিমান থেকে বোমা নিক্ষেপ করলে ২৩ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন।

Scroll to Top